টাঙ্গাইলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিার সকালে শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে লাঠি হাতে, মুখে বাশি নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে। শেখ হাসিনা সরকার পতনের পর দেশ রক্ষার দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন সফলের পর সারাদেশে পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। ইতোমধ্যে টাঙ্গাইল শহরে জনজীবন প্রায়ই স্বাভাবিক হয়ে আসছে। শহরের মানুষ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু করেছে, খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইল শহর একটি যটযটের শহর। ট্রাফিক থাকা অবস্থায়ও যানজটে ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। শহর জুড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সরেজমিনে দেখা গেছে শিক্ষার্থীরা দায়িত্বে থাকায় নিয়ম মেনে রাস্তায় চলাচল করছে চালকেরা। এদিকে রিক্সাচলক বলে, ছাত্রমামারা রাস্তায় নামার পর থেকে শহরের পরিবেশ পাল্টে গেছে। কেউ এলোমেলো ভাবে গাড়ি চালায় না। শহরে যানজট ও নাই। এই নিয়মে গাড়ি চালাইলে বেশি ভাড়াও মারতে পারুম। অটোচালক বলেন টাঙ্গাইলের মেয়রের পোলাপান আমাদের অনেক অত্যাচার করছে। এখন শান্তি মত গাড়ি চালাইতে পারুম, কাউরে টাকা দেওয়া লাগবো না। আগে লাল অটো ও সবুজ অটো দুই শিফটে চলতো, এখন সব অটো রাস্তায় নামছে এজন্য একটু চাপ বাড়ছে। আগের মত দুই শিফটে অটো চালানোর ব্যবস্থা করলে শহরে কোনো যানজট থাকবো না। ট্রাফিক দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বলে, পুলিশ যে পর্যন্ত কর্মস্থলে না ফিরবে শিক্ষার্থীরা সকল দায়িত্ব পালন করবে। আরো বলেন শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে তারা সফল।