টাঙ্গাইলে ছাত্র-জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মামুন, সাধারণ সম্পাদক তরুন ইউসুফ, বেসরকারি উন্নয়ন সংস্থা আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, অ্যাডভোকেট খন্দকার রুকুনুজ্জামান, সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি জাকির হোসেন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন, অ্যাডভোকেট সুলায়মান হায়দার টুটুল। মানববন্ধনে সুজনের পক্ষ থেকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং গণতান্ত্রিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।