নওগাঁ’র বদলগাছি উপজেলায় আগাছানাশক বিষ প্রয়োগ করে ১০ বিঘা জমির আউশ ধান এবং গাছের গোড়া কেটে দিয়ে ৩ বিঘা জমির পটল মিলিয়ে ১৩ বিঘা জমির ফসল বিনষ্ট করেছে দুবৃত্তরা। মারাকত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতি থাকায় পুলিশের নিকট অভিযোগ করতে পারেননি ভক্তভোগী কৃষকরা।
সরেজমিন ঘটনাস্থধলে গিয়ে জানা গেছে নওগাঁ জেলা বদলগাছি উপজেলায় বালুভরা ইউনিয়নের প্রধানকুন্ডি মাঠে সরকারের নিকট থেকে যথাযথ নিয়ম মেনে বিগত প্রায় ৫/৭ বছর ধরে ১৬ বিঘা ৮ শতক জমি লীজ গ্রহন করে ৮/৯ জন ভুমিহীন কৃষক তাতে আবাদ ফসল করে দিনাতিপাত করে আসছেন।
যথারীতি ঐ প্রামের মেহেদী হাসান, ফারুক, দেলোয়ার, পলাশ, কুদ্দুস, জাহাঙ্গীর, রিক্তা ও রোকসানা আখতার নামের ৮ জন কৃষক চলতি মওসুমে ১০ বিঘা জমিতে আউশ ধান ও ৩ বিঘা জমিতে পটল চাষ করেন। কিন্তু ঐ সম্পত্তির প্রতি আগে থেকেই কিছু মানুষের নজর ছিল। হঠাৎ করে ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন দুব্রত্ত ওই সম্পত্তি দখলের চেষ্টার অংশ হিসেবে এসব আউশ ধানের জমিতে আগাছানাশক বিষ প্রয়োগ এবং পটলের ক্ষেতের সবগুলো গাছের গোরা কেটে দিয়ে ফসল বিনষ্ট করেছে।
বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে এই গরীব কৃষকরা উল্লিখিত জমিতে ফসল চাষ করেছেন। কিন্তু ফসল নষ্ট হওয়ার ফলে তারা কি করে ঋণ শোধ করবেন আর কিভাবে সংসারের খরচ নির্বাহ করবে সে দুশ্চিন্তায় তারা দিশেহারা। ক্ষতিগ্রস্থ কৃষকরা তাদের ফসলের ক্ষতির প্রশাসনের নিকট ক্ষতিদপুরন এবং বিচার দাবী করেছেন।