চলমান উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর কর্ম-বিরতি চলার কারণে নওগাঁ শহরে সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভুমিকা পালন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য ছাত্রছাত্রী, স্কাউটের সদস্য এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের সদস্যরা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ডিসি অফিস এলাকা, দয়ালের মোড়, মুক্তির মোড়, পুরাতন বাস টার্মিনাল এলাকা, গোস্ত হাটির মোড়, তাজ সিনেমা হল মোড়সহ গুরুত্বপূর্ণ মোড় এবং বাজার এলাকায় তারা দায়িত্ব পালন করছেন। আজ দুপুরে নওগাঁ জেলা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা নওগাঁ’র পক্ষ থেকে এসব ছাত্রছাত্রী, স্কাউট সদস্য ও ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সদস্যদের প্রত্যেককে ৫০০ মিলি করে কোমল পানীয়, সাদাপানি, এসএমই ওর স্যালাইন এবং বিস্কুট বিতরন করা হয়েছে। এ সময় সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক ইঞ্জিসিয়্রা বারিক ইসলাম বনি, মহিলা সেক্রেটারী ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা মিমি, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মাহবুব রাজ এবং সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।