প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস উপ-সচিব (অব.) ইঞ্জি. আবদুল মতিন খান হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীনসহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় স্থানীয় নেতা-কর্মীসহ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এর আগে তিনি সাবেক কেবিনেট সচিব, মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনেয়ারের কবর জিয়ারত করেন। এসয় তিনি তাদের ও ২০২৪ -এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে এমকে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। আমাদের অর্জিত এ বিজয়কে সমুন্নত রাখতে বিএনপি ও সমমনা সকল রাজনৈতিক দল ও মতের নেতাকর্মীরা এগিয়ে আসতে হবে; এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি নাগরিক ও তাদের ধর্মীয় উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এম এ মতিন খান আরও বলেন, ‘১৫ বছরের অধিক সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ একনায়কতন্ত্র কায়ের করে দেশে নৈরাজ্য ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শত শত ছাত্র ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন হলে স্বৈরাচারমুক্ত বাংলাদেশের নতুন প্রজন্ম এবং দেশ বিদেশের প্রতিটি বাঙালি যেন দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করল।’ এজন্য তিনি ছাত্রদের ধন্যবাদ জানান।
এসময় তারা সঙ্গে ছিলেন হোমনা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর সরকার, বিএনপি নেতা মো. রাজ মিয়া, পৌর কাউন্সিলর মো. শফিকুল ইসলাম সফু, মো. হারুন অর রশিদ, মো. শফিকুল ইসলাম, তিতাস বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মো. আদিল, মো. আনোয়ার হোসেন আনু ও মো. ইমদাদুল হক প্রমুখ।