কচুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই আগস্ট (বুধবার) বিকালে কচুয়া উপজেলার জিরোপয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে এই পথ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক মেরিন ইন্জিনিয়ার সিকদার রেদোয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মহিদুল শেখ,খুলনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বাপ্পি, কচুয়া উপজেলার ইপ্তি হাজরা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক ও শিক্ষার্থীরা। এদিন পথ সভায় বক্তরা বলেন সহিংসতা প্রতিরোধ সহ সখ্যালঘুদের অত্যাচার থেকে সবাইকে বিরত থাকা ও বিভিন্ন ধরনের রাষ্টবিরোধী কর্মকান্ডর সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।