লুট করা বরিশাল ক্লাবের কিছু মালামাল ফেরত দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কিছু মালামাল উদ্ধার করে ফেরত দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু জানিয়েছেন, বুধবার দুপুরে সেনাবাহিনী ও কয়েকজন শিক্ষার্থীরা এসে কিছু মালামাল ফেরত দিয়েছে। এরআগে সোমবার বিকেলে বরিশাল ক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ক্লাবের শুধু ভবন ছাড়া, যা নেওয়া যায় সবই লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ক্লাবের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী একটি ভ্যানে করে টেবিল চেয়ারসহ কিছু আসবাবপত্র বরিশাল ক্লাবে নিয়ে আসেন। ওইসব শিক্ষার্থীরা জানিয়েছেন, বিজয়ের আনন্দে এখান থেকে কিছু সুবিধাবাদি লোক এগুলো নিয়ে গিয়েছিল। কাশিপুর এলাকায় তাদের আটক করে শিক্ষার্থীরা এগুলো উদ্ধার করেছে। এছাড়াও নগরীর কয়েকটি বস্তি এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা আরও অনেক প্রতিষ্ঠান ও বাড়ি ঘরের মালামালসহ আসবাবপত্র উদ্ধার করেছে। এরমধ্যে নগরীর বেলসপার্ক ও শহীদ মিনারের সৌন্দর্য বর্ধনের লাইটপোস্ট এবং রেলিংও রয়েছে।