মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রী পুর্নিমা মন্ডল (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা যায়। তবে হত্যা না আত্মহত্যা তা কোন সূত্রে নিশ্চিত করা যায় নাই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুরিয়া পাড়া গ্রামে। গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। সে টেঙ্গুরিয়া পাড়া গ্রামের নারায়ন বাড়ৈ এর ছেলে নীল কান্ত বাড়ৈ এর স্ত্রী ও লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামের আনন্দ মন্ডলের মেয়ে। গত তিন বছর আগে তাদের বিবাহ হয়, তাদের সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পুর্নিমার বাবা আনন্দ মন্ডল জানান, আমার জামাতা ইটালি প্রবাসী, মেয়ের শ্বশুর-শাশুড়ীর সাথে পারিবারিক ঝগড়া ছিলো। তাই গত ২১ দিন আগে জামাতা বাড়ি আসে। তারা বলে আমার মেয়ে নাকি পরকীয়া করে, এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এখন আমার মেয়ে হত্যা হয়েছে নাকি আত্মহত্যা করেছে জানিনা। পুলিশ নাই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্সে পোস্ট মটেমের জন্য নিয়ে এসেছি। স্বামী নীল কান্ত জানান, সকাল ৬ টায় উঠে নাস্তা বানিয়ে ছেলেকে খাওয়ায়, একটা ফোন আসে সে ছেলেকে খাওয়া রেখে ফোন নিয়ে বাইরে যায়, আমি রাগারাগি করি। পরে অন্য ঘরে চলে যায়। সকাল সাড়ে সাতটার দিকে আমরা দেখি সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাব্বির জানান, পুলিশ না থাকায় স্থানীয় ও ভিকটিমের বাবা এবং মামার সহায়তায় লাশ উদ্ধার করে হাসপাতালে এনেছে, এখন লাশটি ভালো করে দেখে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।