ভাঙ্গচুর লুটপাট অগ্নিসংযোগ বন্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান জরুরী বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। ৭ আগস্ট বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক করেন। এতে সিদ্ধান্তগুলো হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরানো, ধর্মীয় দাঙ্গা সংঘটিত না হতে সচেতনতা তৈরি, ইমাম ও খতিবদের মসজিদগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের কুফল জনগণের মাঝে বক্তব্যে প্রচার করা, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১টি কন্ট্রোল রুম খোলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে ভোটবিহীন কোন জনপ্রতিনিধি থাকতে পারবে না, মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা, পুলিশের কর্মক্ষেত্রে নির্ভয়ে ফিরতে জনসাধারণকে সহযোগিতা করা ইত্যাদী। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সেনাবাহিনীর লেঃ কর্নেল তাকবীর আব্দুল্লাহের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, এনেসআই জেলার উপপরিচালক মোহাম্মদ বদরুদ্দীন, জেলা আনসার কমান্ডান্ট্য উজ্জ্বল কুমার পাল, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক,সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম, গণফোরামের জেলার সভাপতি এড. সেলিম আকবর, ডিজিএফআইয়ের প্রতিনিধি শফিকুল ইসলাম খান, চাঁদপুর জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের ইসলাম আসিফ, খেলাফত মজলিস সহসম্পাদক মোঃ তারেক হাসানসহ অন্যরা।