চট্টগ্রামের চন্দনাইশে শিক্ষার্থীরা দেশের চলমান পরিস্থিতিতে রা¯তা ঘাটে যানবাহনের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সড়কে পরিস্কার পরিছন্নতা কাজের দায়িত্ব পালন করছেন। গতকাল বুহস্পতিবার সকালে চন্দনাইশ উপজেলার বিভিন্ন জনসমাগম এলাকায় সড়কে শৃঙ্খলায় ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার অফিস আদালত -শিক্ষা প্রতিষ্টান,বিভিন্ন হাট-বাজার ও হাসপাতাল সড়কে ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং এ সময় ব্যবসায়ীদেরকে যত্রতত্র আর্বজনা না ফেলার জন্য পরামর্শ দেন শিক্ষার্থীরা।