চট্টগ্রামের চন্দনাইশে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বরকল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ পাঠানদন্ডি এলাকায় একটি সংঘবদ্ধ গরু চোরের দল আবু তৈয়বের গোয়াল ঘর থেকে বড় ৪টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ছাড়াও আগের দিন মঙ্গলবার গভীর রাতে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ বদরুদ্দোজার গোয়াল ঘর থেকে ৩লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। সম্প্রতি চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে গরু চোরের দলটির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকরা তাদের পালিত গরু দিয়ে আতঙ্কে রয়েছেন।