বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ শাহজাহান খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ৭ আগস্ট দিবাগত রাত প্রায় পৌনে বারোটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত তিনি জটিল রোগে ভুগতেছিলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৭ আগস্ট দিবাগত রাত প্রায় পৌনে বারোটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার মুহূর্তে তার মৃত্যুতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। আমরা খুবই ব্যথিত। আমরা যুবদল গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য ধরার তৌফিক দান। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের কুড়িগাঁও গ্রামের সন্তান ছিলেন তিনি। তার পিতা মৃত মোঃ মুনসুর খান ছিলেন লৌহজং উপজেলার বিশিষ্ট সমাজ সেবক। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। লৌহজং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত।