ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বিকালে ডাউটিয়া বাজারে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই শান্তি সমাবেশে আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল বারী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়াদ্দার, শৈলকুপা উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা ও ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মন্ডল। শান্তি সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্য বিএনপি'র নেতাকর্মীদের বলেন, সমাজে কোনরকম বিশৃঙ্খলা, প্রতিপক্ষের মারধর ঘরবাড়ি ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর কোন রকম হামলা অন্যায় অত্যাচার করা যাবে না। বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে আমরা যদি তা করি তাহলে সমাজের মানুষের কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে যাব মানুষ আমাদের ঘৃণা করবে। তাদের অপকর্মের জন্য তাদের নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাই সমাজের বিশৃঙ্খলা কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। দলের নির্দেশনা না মেনে সমাজের যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার দায়ভার দল নেবেনা।