রাজশাহীর বাগমারায় পৃথক সংঘর্ষে ২০ জন আহত ও মোজাম্মেল হক (৫৬) নামের একজন নিহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে সিদ্দিকুর রহমান (৫৫), জাহাঙ্গীর আলম (৩৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল হক মারা গেছেন। তিনি উপজেলার দক্ষিন দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। অন্যান্যের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গনিপুর, আক্কেলপুর ও দক্ষিন দৌলতপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি স্থানীয় ভাবে সমিতি গঠন করে দাদন ব্যবসা শুরু করেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ঋণ দিয়ে টাকা পরিশোধের নামে তাদের সম্পত্তি জোর পূর্বক লিখে নেয়। অবৈধ সমিতির এমন কর্মকাণ্ডে এলাকার লোকজন তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামি আবদুল হাকিম, আবদুর রাজ্জাক ও শহীদুল ইসলাম কারাগারে যান। মঙ্গলবার (৬ আগষ্ট) আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে আসেন। বুধবার (৭আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে একই এলাকার রহিদুল ইসলাম নামের এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং দুইটি গরু নেয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশী মোস্তাফা ও তার ছেলে রফিকুল ইসলাম রকি বাঁধা দিলে তাদের উপরও হামলা চালিয়ে মারাত্বক জখম করা হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং গনপিটুনি দেয়া শুরু করে। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও প্রধান শিক্ষক মোজাম্মেল হককে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীনবস্থায় মারা যান তিনি।
অপর দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামা ও মামাতো ভাইকে পিটিয়ে জখম করে ভাগ্নে আরিফুল ইসলাম ও সাকিল আহম্মেদ। আহত মামা হলেন, সিদ্দিকুর রহমান ও মামাতো ভাই জাহাঙ্গীর আলম (৩৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, সরকার পতনের পর পুলিশ বাহিনীর উপর এখনো আইন প্রযোগ করার কোন আদেশ আসেনি। আদেশ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।