বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে বুধবার বিকেলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল জানাজা নামাজের আগে শহীদদের স্মরণে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ মোল্লা, সেক্রেটারি তোফাজ্জল হোসেন, অধ্যাপক শামসুল হুদা লিটন, ছাত্র শিবিরের নেতা ইমরান হোসেন, ওসামা হোসেন, রাকিব হোসেন, নাঈম হোসেন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজা নামাজে শরীক হন।