পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের জানমাল নিরাপত্তা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় মহল্লা ভিত্তিক শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি।
গত দুই দিন ধরে কলাপাড়া ও কুয়াকাটার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় গণ সম্প্রতি সংযোগ করে এলাকাভিত্তিক সমাবেশ করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার বিকাল সাড়ে চারটায় কলাপাড়া- কুয়াকাটা সড়কের পাখিমারা বাজারে কলাপাড়া উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বরের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ন সিকদার। এ সময় উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি গোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণঅভ্যুত্থান পরাজিত হয়ে এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাছে। সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। সাধারণ মানুষের জানমাল ক্ষতি ও সম্পদ লুটপাট করে কলাপাড়া কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকল কলাপাড়ার মানুষকে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে যেকোন সমস্যায় বিএনপি তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। এ ছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে বলে জানান।