বরগুনায় সবধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির ও উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতৃবৃন্দ বরগুনা পৌর শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিনে ও রাতে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কালীবাড়ি মন্দির, রামকৃষ্ণ মিশন, আখড়াবাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন। বরগুনা জেলা ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। এজন্য আমরা এসেছি। বিশৃঙ্খলা মোকাবিলায় ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।