ময়মনসিংহের গফরগাঁওয়ে গত দুই দিনে বিচ্ছিন্ন পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ২ যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পৌরশহরের ষোলহাসিয়া গ্রামের জসিম উদ্দিন (৩৫) ও তেঁতুলিয়া গ্রামের সবুজ আকন্দ (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পৌর শহরের নতুনবাজার মেক্সিস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা ষোলহাসিয়া গ্রামের মিরু মিয়ার ছেলে জসিম উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে গত মঙ্গলবার রাতে পৌর শহরের কাছারি রোড রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা তেঁতুলিয়া গ্রামের বাবুল আকন্দের ছেলে সবুজ আকন্দ (২৬) হাতে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বলেন, ছুরিকাহত দুইজনই স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।