শেখ হাসিনা দেশ ত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে নওগাঁর মান্দায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাঠ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। লুট করা হচ্ছে খাল-বিল, পুকুর ও জলাশয়ের মাছ। এরইমধ্যে হামলার শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু লোকজন।
ধ্বংসাত্মক এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত নন বলে দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বুধবার বিকেলে উপজেলার সতিহাটে বিএনপিনেতার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে মান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাঠ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বসতবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল চৌধুরী দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এজন্য নেতাকর্মীদের সজাগ থেকে তা প্রতিহত করার আহবান জানানো হয়।