কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে বিএনপি, জামায়েত ইসলামি বাংলাদেশ ও সেনাবাহিনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান- উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, সহকারী কমিশনার ভূমি মোঃ রাকিব মাসরুর খান, উপজেলা প্রকৌশলী এস আর এমজি কিবরিয়া, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ্ আলম, যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা। বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর নূর ইতিয়াজ মাহমুদ প্রমুখ।