পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুর দেড়টায় ঢাকার হোলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিকস, হৃদযন্ত্র ও নিয়োরো জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গাজী বাবুল ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন, ন্যাপ (ভাসানী) এর তৎকালীন পিরোজপুর মহকুমার সাধারন সম্পাদক পরে বিএনপির সাধারন সম্পাদক, সহসভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে পিরোজপুরে অগ্রণী ভুমিকা রাখতে গিয়ে একাধিকবার কারা বরণ করেন।
গাজী বাবুলের প্রথম নামাজে জানাজা বুধবার বিকালে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে এবং বৃহস্পতিবার পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক গাজী অহিদুজ্জামান লাভলুসহ নেতৃবৃন্দ।