শেখ হাসিনার পদত্যাগের দিন ৫ আগস্ট পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, শহীদ মিনারে বঙ্গবন্ধুর মুর্তি ভাংচুর সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাত করা হয়েছে। গত সোমবার রাতে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের ভাষণের পর গত মঙ্গলবার থেকে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। খুলতে শুরু করেছে এখানকার সরকারি-বেসরকারি অফিস আদালত, ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছেন। জনজীবনও স্বাভাবিক হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্র-জনতা, বিএনপি, জামায়াত এর নেতাকর্মী সমর্থকরা আনন্দ মিছিল করতে রাস্তায় নেমে পড়েন। এ সময় অতি উৎসাহী বিক্ষুদ্ধ জনতা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। এ সময় আইনশৃঙ্খনা বাহিনী সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীদের খুজে পাওয়া যায়নি। তবে এসব ঘটনায় কোন আহত ও নিহতের খবর পাওয়া যায়নি।