অধিকার আদায়ে উচ্ছ্বাসে এবং সহিংসতা পরিহারের আহবানে মুক্তি ছাত্র-জনতার র্যালী ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাটমোহর নতুন বাজার জারদিস মোড় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‘আমার সোনার বাংলায়, সহিংসতার ঠাঁই নাই, হিন্দু-মুসলিম ভাই ভাই, কোন বৈষম্য নাই’ সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয় র্যালী থেকে। র্যালীতে বিভিন্ন বিশ^বিদ্যালয়, কলেজ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।