পিরোজপুরের ইন্দুরকানীতে আল্লামা সাঈদীর দুই ছেলেকে নিয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় ইন্দুরকানী থানা মিলনায়তনে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর ছোট ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক ছাত্রদল সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ, ইন্দুরকানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ঈমন। স্বাগত বক্তব্য দেন ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার। সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে এলাকার শান্তি রক্ষার্থে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সকল কার্যক্রমে সহযোগীতা করার আহব্বান জানান। এ ছাড়া সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদান এবং সংখ্যালগু পরিবারে উপর যে কোন দুস্কৃতিকারীদের হামলা থেকে রক্ষা করার জন্য বিএনপি জামাতের সকল নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করে।