শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৬৩ জন জামিনে মুক্ত হয়েছেন। ৫ আগস্ট সন্ধ্যা থেকে ৬ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তারা মুক্তি পেয়েছেন।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের তিন থানার নিবন্ধন কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বিশেষ আদালতে দেওয়া জামিনে মুক্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট লিংকন। পরেরদিন মঙ্গলবার একসাথে জামিনে মুক্ত হয়েছেন ৬০ জন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, বরিশাল জেলা ও দায়রা জজ আদালত, মহানগর ও জেলা বিচারিক হাকিম আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতরা জামিনে মুক্তি পেয়েছেন।