ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা চেয়ারম্যানসহ বেশির ভাগ জনপ্রতিনিধি পালিয়ে গেছেন। গ্রামাঞ্চল ও শহরের মানুষ সেবা পাচ্ছেন না। সাধারন মানুষ তাদের প্রয়োজনীয় কাজে এস অফিসে জনপ্রতিনিধিদের না পেয়ে ফিরে যাচ্চে। বিশেষ করে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইচ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান ও অধিকাংশ কমিশনার, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা প্রান ভয়ে গা ঢাকা দিয়েছে। এসব জনপ্রতিনিধিরা গা ঢাকার ব্যাপারে সচেতন ব্যাক্তিরা অনেকেই জানান, চরম দলীয়করণ, ক্ষমতার অপব্যবহার, পেশি শক্তি প্রদর্শন ও সীমাহীন দুর্নীতির কারণে এরা গা ঢাকা দিয়েছে। অনেকে বলছেন জনপ্রতিনিধি নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে সাধারন মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশের সৃষ্টি হয়েছে। এ সমস্যা কবে সমাধান হবে তা ঠিক করে কেউ বলতে পারছে না। প্রতিটি জনপ্রতিনিধির অফিসের চেয়ার ফাকা পড়ে রয়েছে। প্রতিটি জনপ্রতিনিধি তাদের দপ্তরে না থাকায় প্রয়োজনীয় সকল কাজ স্থবির হওয়ার কারণে মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।