ছাত্র জনতার আন্দোলনের পর ঝিনাইদহ কালীগঞ্জ শহর ভুতুড়ে নগরীতে পরণিত হয়েছে। বুধবার শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। শহরের কোথাও পুলিশ নেই। জনমনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। মাঝে মধ্যেই নানা গুজব ছড়িয়ে পড়ছে। এতে আরো শংকা বাড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে। কালীগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়নে ৪টি পুলিশ ফাড়ি থেকে দায়িত্বরত অফিসারসহ সকলকে ক্লোজ করে নিয়ে আসা হয়েছে। ফাড়ি গুলোতে পুলিশের কেউ এখন দায়িত্ব পালন করছে না।
কালীগঞ্জ থানার ওসি মোঃ আবু আজিফ জানান, কালীগঞ্জ উপজেলায় রয়েছে তত্তিপুর ফাড়ি, কোলাবাজার ফাড়ি, বারোবাজার ফাড়ি ও সুবর্নসারা গ্রামে পুলিশের ফাড়ি। দীর্ঘ বছর ধোরে এসব ফাড়ি স্থাপন করা হয়েছিল এলাকার মানুষের নিরাপত্তার জন্য। চারটি ফাড়িতে এসআই, এ এসআই ও কনেষ্টবলসহ ৫৮ জন কর্মরত ছিল। এখনো পুলিশ ফাড়িগুলোর কার্যক্রম শুরু হয়নি। এতে গ্রাম এলাকায় মানুষ অনিরাপদ হয়ে পড়েছেন। তবে অচিরেই পুলিশ ফাড়ি গুলোর কার্যক্রম শুরু হবে বলে কালীগঞ্জ থানার ওসি জানান।
সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা খোলা থাকলেও জনগনের উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারইে নগন্য ওকোন কোন প্রতিষ্টানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না।