রাঙ্গামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ প্রসিতপন্থী সন্ত্রাসী কর্তৃক সহিংসতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা এবং হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
বুধবার (৭ আগষ্ট) সকালে রাঙ্গামাটি শহরের জিমনেসিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালের সামনে এসে বিক্ষোভ সমাবেশ যোগ দেয়। এ সময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী গঙ্গাদেবী চাকমা, পিসিপি সভাপতি জিকো চাকমাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে যে ভাবে খুন, গুম, অপহরন, লুটপাটসহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে তা মেনে নেওয়া যায় না। তাই এইসব কর্মকা- ও সহিংসতা পরিহার করে সুস্থ জীবন ফিরে আসার আহবান জানান। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর সন্ত্রাসী কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর যারা এসব অপহরণ ও সহিংসতার সাথে জড়িত তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় সমাবেশ থেকে চলমান ছাত্র আন্দোলনের সাথে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন সংগতি প্রকাশ করেন।