দিনাজপুরের কাহারোল উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। দীর্ঘ ৫মাস যাবত শিক্ষক কর্মচারীরা বেতন ও বোনাস পাচ্ছেন না। শিক্ষকেরা জানান ২৫/০৩/২০২৪ ইং তারিখে সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়কে সাময়ীক বরখাস্ত করে একই তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন হরিপদ রায়কে। প্রধান শিক্ষক প্রফুল্ল রায়কে সাময়ীক বরখাস্তের প্রতিবাদ করেন অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ। বুধবার স্কুলে গিয়ে দেখা গেছে ২জন প্রধান শিক্ষক বসে আছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হলে তিনি বলেন, শিক্ষকেরা আমার কথা মতো চললে এই সমস্যা হতো না। প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায় জানান, আমাকে অনিয়ম করে সাময়ীক বরখাস্ত করেছে। আমি ও আমার অন্যান্য শিক্ষক কর্মচারীরা এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রকার সূরাহা হয়নি। এই ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কামাল হোসেনের সঙ্গে একাধিক বার মুঠোফনে যোগাযোগ করা হলে তাকে মুঠোফনে পাওয়া যায়নি। কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক এর সঙ্গে দন্দের কারণে ৫ মাস যাবত বেতন ও বোনাস বন্ধ রয়েছে। তিনি বলেন, আমি অনেক বার প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে বসে বিষয়টি সূরহা করার প্রদক্ষেপ গ্রহণ করেছি। বর্তমানে ১৭ জন শিক্ষক কর্মচারী ৫মাস যাবত বেতন বোনাস না পেয়ে মানবেতর জীবন জাপন করছেন।