রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভবন (নগর ভবন), আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর, বোয়ালিয়া মডেল থানা, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা থানা, মালোপাড়া পুলিশ ফাঁড়ি, আওয়ামী সমর্থিত পত্রিকা অফিসসহ গোটা রাজশাহী জুড়ে তান্ডবলীলা চালিয়েছে দুষ্কিৃতিকারীরা।
আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনকারীরা এসব ভবন বা স্থাপনাগুলোর বাইরের অংশে মূলত ভাংচুর ও আগুন দিয়ে তাদের মনে জমে থাকা দীর্ঘদিনে ক্ষোভের বহিপ্রকাশ ঘটালেও মূলত ন্যাক্যারজনক লুটপাটের ঘটনা ঘটিয়েছে ৩য় পক্ষ। যে পক্ষের লোকজন সবসময়ই সুবিধাবাদি বা গোল আলু হিসেবে সমাজে পরিচিত। যারা এতোদিন আওয়ামী সরকারের লালিত ক্যাডারদের লেবার হয়ে দিনাতিপাত করেছেন। আর তারাই সোমবার বিকেলে সরকার পতনের খবর পাওয়া মাত্রই ওত পেতে থেকে প্রকাশ্যে আবার কেউ সুবিধামত সময়ে সরা রাত ধরে দেশের শত শত কোটি টাকার সম্পদ লুটপাট করেছে। জ্বালিয়ে দিয়েছে সেসব ভবনে থাকা সকল নথি।
যার কুফল ভোগ করার জন্য আবারও প্রস্ত হতে হবে সারা দেশবাসীকে। আর এমন ন্যাক্যারজনক ঘটনা ঘটিয়ে যেন আওয়ামী লীগ সরকারের পতনটির সুফলবনে না গিয়ে পুরোপুরি এক কলঙ্কিত অধ্যায়ের রচনা করেছে। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে ইতঃপূর্বে ঘটেছে কী না জানা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহীর সুশীল সমাজ। তাদের ভাষ্য মতে দেশ সংস্কার আন্দোলনকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করে দিয়েছে দেশে বসবাসরত এসব দুষ্কিৃতিকারীরা। ভেঙ্গে দিয়েছে রাজশাহীর পুলিশ প্রশাসনিক ব্যবস্থা। ফলে সহসাই ঠিক হচ্ছেনা রাজশাহীর পুলিশ প্রশাসনিক ব্যবস্থা। এখনই ওইসব দুষ্কিৃতিকারীদের বিরুদ্ধে সেনা বাহিনীর অভিযান চালিয়ে লুটপাটকৃত মালামাল উদ্ধারের ব্যবস্থা করাসহ তাদের কঠোর ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী। আর তা না করা হলে মহাসংকট অপেক্ষা করছে বলেও মন্তব্য সুশীল সমাজের। মঙ্গলবারও দিনভর রাজশাহীর এসব স্থাপনা থেকে অবশিষ্ট জিনিষগুলো লুটপাট করতে দেখা গেছে। তবে সোমবার রাতে লুটপাট চলাকালে সেনাসদস্যরা ব্যবস্থা নিলে এমন ন্যাক্যারজনক ঘটনা ঘটতো বলেও দাবি সুশিল সমাজের। এর আগে জীবনের ঝুঁকি নিয়ে সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে সরেজমিনে একটার পর একটা এমন তান্ডবলীলা চালানোর খবর সংগ্রহ করতেই সাংবাদিকদের সারা রাত শেষ হয়ে যায়।
মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী নগরের সড়কজুড়ে ছড়িয়ে পড়েন হাজার হাজার মানুষ। নারী-পুরুষ, শিশু সবাইকে রাস্তায় নেমে পতাকা নিয়ে উল্লাস করতে দেখা যায়। মাইকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে বক্তব্য প্রচার করা হয়। কোথাও কোথাও বাজানো হয় বিজয়ের গান। পরে ক্ষুব্ধ জনতারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়, দলের প্রেসিষ্টিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামন লিটনের ব্যক্তিগত কার্যালয়সহ আওয়ামী দলের নেতাদের একটার পর একটা ভবন, স্থাপনা ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগর ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। নগর ভবনের পাঁচতলা পর্যন্ত আগুনে পুড়ে যায়। এ সময় নগর ভবনে ব্যাপক লুটপাট চালানো হয়। নগর ভবন থেকে ল্যাপটপ, চেয়ার, টেবিল, এসি, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যেতে দেখা যায়। নগরভবনে দুইটি ব্যাংকের শাখা রয়েছে। ব্যাংকের শাখায়ও আগুন দেওয়া হয় এবং লুটপাট করা হয়েছে। নগর ভবনের পশ্চিম পাশে আরবান ক্লিনিক ভবনে এটিএম বুথে ভাঙচুর ও লুটপাট করা হয়। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় সিটি করপোরেশনের ১৫টি কাউন্সিলরের কার্যালয় এবং কয়েকজন কাউন্সিলরের বাড়িতে। এ ছাড়া রাজশাহী জেলা পরিষদ ভবন ও সেখানে থাকা সোনালী ব্যাংকে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
রাজশাহী নগরের সিঅ্যান্ডবির মোড়ে অবস্থিত মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরেও ভাঙচুর করে আগুন লাগানো হয়। ভবনের নিচে কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপর চলে সারা রাত ধরে চলে লুটপাট। পুলিশের এই সদর দপ্তরের ভবনের এসি ও সিলিং ফ্যান পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আগুন দেওয়া হয় আরএমপির মতিহার থানা ছাড়া সবগুলো থানা ও ফাঁড়ি এবং পুলিশ বক্স। এসব অফিসের মধ্যে থাকা সরকারি বেসরকারি ও জব্দকৃত যানগুলো পুড়িয়ে দেওয়া হয়।
এছাড়াও নগরীর উপশহর এলাকায় অবস্থিত সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালানোর পর অগ্নিসংযোগ করা হয়। বাড়ির সব মালামাল লুট করে নিয়ে লোকজন। এছাড়াও রানীবাজার এলাকায় মেয়র লিটনের ব্যক্তিগত কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হয়। নিচে রাখা গাড়িও পুড়ে যায়। এই ভবনে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট করতে দেখা যায়।
আনন্দমিছিলে যাওয়ার সময় লোকজন কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মালিকানাধীন সরকার টাওয়ারে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এখানে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানও ছিল। একই এলাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। পরে বুলড্রেজার নিয়ে এসে ভবন ভাঙা হয়। বুলড্রেজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর ম্যুরাল। ভাঙচুর করা হয় সাহেববাজার জিরোপেয়েন্টে ওয়ার্কার্স পার্টির কার্যালয়। এছাড়াও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলাম বেন্টুর বাড়িতে হামলা ভাঙচুরসহ তার প্রতিষ্ঠান লবঙ্গ ফাস্টফুট ও চাইনিজ (সাগরপাড়া), লবঙ্গ কনভেনশন (মোল্লাপাড়া) এবং ব্যক্তিগত চেম্বারে (কোট স্টেশন মোড়ে) ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। নগরীর কুমারপাড়া এলাকার একটি বাড়িতে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
এই ভবনের সামনে কয়েকটা মোটরসাইকেল রাখা ছিল, তা-ও পুড়িয়ে দেওয়া হয়। সাগরপাড়া ও গোরহাঙ্গা রেলগেট এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদের দুইটি কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়াও সরকারি নিবন্ধিত অনলাইন পত্রিকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও বাংলার জনপদ, সিল্কসিটি নিউজ, দৈনিক সানশাইন, দৈনিক সোনার দেশ ও রাজশাহী প্রেসক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। পদ্মাটাইমস অফিসের জানালার গ্রিল পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও বর্তমান সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ছাড়া পুঠিয়া উপজেলার বিড়ালদহে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদের বাসায় ভাংচুর করে আগুন দেওয়া হয়। এছাড়াও আগুন দেওয়া হয় রাজশাহী-৪ আসনের এমপি আবুল কালাম আজাদের বাড়ি, রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদের রাজনৈতিক কার্যালয়।
এ সব বিষয়ে কথা বলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বা দায়িত্ববান কোন কর্মকর্তাদের নাগাল পাওয়া যায়নি। তবে রাজশাহীর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়ার লক্ষ্যে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু বলেন, আমি এমন নোংরা রাজনীতি পছন্দ করি না। যারা এমন ন্যাক্যারজনক ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের লোকজন হতেই পারেনা। আমি বিশ্বাস করি এমন ধংসযজ্ঞ এবং লুটপাটকারীরা কোন রাজনৈতিক দলেরই সদস্য হওয়ার যোগ্যতা রাখেনা। এসব লুটপাটকারীরা দেশের শক্রু, তারা সবসময়ই সুযোগের অপেক্ষায় থেকে অন্যান্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।