শেখ হাসিনার পদত্যাগে পৃথক ভাবে আনন্দ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করে।
সভায় সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও সোনারগাঁ থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক নুর-এ- ইয়াসিন নোবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদণ্ডবিন-ইমতিয়াজ বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, উপজেলা ছাত্র দলের সভাপতি জাকারিয়া ভুইয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, সোনারগাঁয়ে যাতে কোন ধরনের সহিংসতা না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
অপরদিকে সকালে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। পরে স্থানীয় শহীদুল্লাহ প্লাজার সামনে তিনি বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম রফিক, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিডিআর প্রমূখ।