ভোলার দৌলতখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতখান শাখার আয়োজনে বিজয় মিছিল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় জামাতে ইসলামী এই বিজয় মিছিলের আয়োজন করে। দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ রোডের উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মঙ্গলবার আয়োজিত এ মিছিলে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লীরাও অংশ নেয়। মিছিল শেষে শহরের দক্ষিণ মাথার সেলিম চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সুরার সদস্য হাজীপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান তারেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আশরাফ ফারুক প্রমুখ। বক্তব্যে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করে আটককৃত রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।