দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটা আন্দোলনে শহিদ ছাত্র জনতার স্মরণে গায়েবানা জানাজা আসরবাদ অনুষ্ঠিত হয়। পত মঙ্গলবার (৬ আগষ্ট) বিকাল ৪ টায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটা আন্দোলনে শহিদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজা নামাজে উপস্থিত ছিলেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মসজিদের ইমাম মওঃ মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা মোল্যা নাজমুল হক, পারভেজ সাজ্জার বাবলা, সামাজিক সংগঠন গ্রীণ লাইফের পরিচালক শেখ রওশন আজাদ, সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান নবী, কাজী জুলফিকার আলী, বিএনপি নেতা জহিরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, এস এম মেহেদী হাসান প্রমুখ। বক্তারা বলেন, সৈরাচারি সরকারের দোসরদের চক্রান্ত হিসেবে বিভিন্ন সংখ্যালঘুদের ঘর বাড়ি ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হালা ও ভঙ্গচুর করতে পারে। তাদের ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।