মুলাদীতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সম্প্রীতি সমাবেশে করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামি আন্দোলনের সঙ্গে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। চলমান রাজনৈতিক সংকট সমাধানে করনীয় এবং আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শরীয়ত উল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, সাবেক সভাপতি আবদুস ছত্তার খান, বীর মুক্তিযোদ্ধা শুকুর আহমেদ খান, উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সালেহ, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম প্রমুখ। তবে সমাবেশে উপজেলা কিংবা পৌর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এ ছাড়া কর্মবিরতি মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোনো পুলিশ সদস্য সমাবেশে অংশগ্রহণ করেননি।