চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) হিসাব রক্ষক কর্মকর্তা নিজামুল হোদা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে ওই কর্মকর্তা কাছ থেকে নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করেন বিজিবি।
এ তথ্য নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর চলমান পরিস্থিতিতে সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করেন বিজিবি। গ্রেপ্তার ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আর সোমবার (৫ আগস্ট) সন্ধায় বিক্ষুব্ধদের দেওয়া আগুনে রাসিক ভবন জ¦লে যাওয়ায় মানবশূন্য দপ্তরটির কোন কর্মকর্তাকে না পাওয়ায় মঙ্গলবার সন্ধা পর্যন্ত হিসাব রক্ষক কর্মকর্তা নিজামুল হোদার বিষয়ে রাসিকের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।