ঝিনাইদহে সাবেক এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় কে বা কারা। এ সময় কয়েকজন আগুন ধরা দেখতে গিয়ে পুড়ে মারা গেছেন দুই আন্দোলনকারী। সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বির বাড়ি উপজেলার ফয়লা গ্রামে ও মনজুর বাড়ি খয়েরতলা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার পর কিছু বিক্ষুব্ধ জনতা বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের ঢাকালেপাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দেয়। এর মধ্যে রাব্বি ও জুয়েল নামের দুই আন্দোলনকারী ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন দেখতে গেলে তারা আর নিচে নামতে পারেনি। ফলে সেখানেই পুড়ে তাদের মৃত্যু হয়।