পঞ্চগড়ের বোদায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সহ নেতাকর্মীদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক রেলপথমন্ত্রীর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত সোমবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ০৫ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৫০ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর ও সাকোয়া ইউনিয় আওয়ামী লীগের অফিস ভাংচুর করে। পরে একে একে বিক্ষুদ্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, ছাত্রলীগের সাবেক বোদা উপজেলা সভাপতি অমিও আলম অমির বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল আলম সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আফসারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজের অধ্যক্ষ জামিউল হক, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ সাধারণ সম্পাদক পিয়াল এর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাকোয়া ইউনয়িন আওয়ামীগের সভাপতি সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুবজ এর বাড়ি ভাংচুর, সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান হাপিজুলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, বুলেট, জব্বারের বাড়িতে হামলা ও ভাংচুর, মাড়েয়া বামনহাট ইউ’পি চেয়ারম্যান শামীম এর বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সাথে বোদা বাজারের কিছু আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।