বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড খন্ড আনন্দ মিছিল নিয়ে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে আসছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা কার্যালয়ের সামনে জড়ো হন। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে বরিশাল বিএনপির কার্যালয়। সকাল থেকেই সেখানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন।
অনেকেই মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের শ্লোগান। তাদের ভাষায় দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। নেতাকর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেনের সভাপতিত্বে বিজয় সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন বলেছেন, প্রতিশোধ, হিংসা, লুটতরাজ ও ভাঙচুরের মত কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়েক তারেক রহমানের দল বিএনপি বিশ^াস করে না। তাই যারা এ দলকে ভালবেশে নির্যাতন, হয়রানিসহ অসংখ্য মামলার শিকার হয়েছেন তাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রেখে কাজ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। একইদিন সকালে নগরীতে মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।