নগরীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুইজন সাংবাদিকের ওপর নাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। হামলায় রক্তাক্ত জখম হওয়া সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তর ও এন টিভির বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন ও দীপ্ত টেলিভিশনের ক্যামেরা পারসন শফিকুর রহমান।
সাংবাদিকদের ওপর নাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার দুপুরে পৃথকভাবে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, বরিশাল সাংবাদিক ফোরাম, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোসিয়েশন বরিশালের (এনডিবিএ) নেতৃবৃন্দরা।
দৈনিক যুগান্তর পত্র্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার এসএন পলাশ জানিয়েছেন, সোমবার দুপুরে নগরীর সদর রোডে আন্দোলকারী ও সমবেত জনতা দ্বিতীয়বারের মত দেশ স্বাধীন হওয়ার ঘোষণা দিয়ে আনন্দ মিছিল করছিলেন। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন এনডিবিএ বরিশালের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন। এ সময় আনন্দ মিছিল থেকে কয়েকজন যুবক এসে তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
দীপ্ত টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল বলেন, আমরা সদর রোডে পেশাগত দায়িত্ব পালন করছিলাম। এ সময় কয়েকজন যুবক এসে আমার সাথে থাকা ক্যামেরা পারসন শফিকুর রহমানকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে হামলা চালিয়ে বেধরক মারধর করে। অপরদিকে নগরীর নথুল্লাবাদে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর একটি ভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্স্কৃতকারীরা। এছাড়াও জেলার বিভিন্নস্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধা ও লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।
অপরদিকে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টান পল্লীতে সোমবার দিবাগত রাতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডের সকল দুরপাল্লার পরিবহনের কাউন্টারসহ অর্ধশত বছরের ঐতিহ্যবাহী প্রয়াত চিত্ত সাহার প্রতিষ্ঠিত ‘সাহা মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাওন বালীর বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বাড়ির দুইটি বসত ঘরে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ভস্মিভূত, বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন ওরফে বাঘা দুলালকে কুপিয়ে মারাত্মক জখম, হাপানিয়া গ্রামের ডাঃ হেলাল উদ্দিনকে মারধর করে গুরুত্বর আহত এবং আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও গৈলা বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুরসহ জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে নারকীয় তান্ডবের খবর পাওয়া গেছে।
পরিচয় মিলেছে তিন লাশের ॥ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগের পর উদ্ধার হওয়া অগ্নিদ্বগ্ধ হয়ে বিকৃত হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে আগুনে পুড়ে নিহত দুইজনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে একজন নগরীর নাজির মহল্লা এলাকার কাঞ্চন ফরাজির ছেলে নুর ইসলাম নুরু (৪৫) বলে জানিয়েছেন তার ছোট ভাই রানা ফরাজি। আর একটি মরদেহ বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মজিবুর রহমান জমাদ্দারের ছেলে মঈন জমাদ্দারের (৪৫) বলে জানিয়েছেন তার চাচা আনোয়ার হোসেন জমাদ্দার। তৃতীয় মরদেহটি নগরীর শীতলাখোলা এলাকার প্রশান্ত নামের এক যুবকের হতে পারে বলে ধারণা করা হলেও শনাক্ত করতে কেউ মর্গে না আসায় নিশ্চিত হওয়া যায়নি।