মঙ্গলবার নাটোরের সিংড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি। সকাল থেকেই সিংড়া বাসষ্ট্যান্ড পৌর বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে মাদ্রাসা মোড় গোল চত্বরে পথ সভা করে। সংখ্যালঘু সম্প্রদায় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার নির্দেশ দেন নেতাকর্মীরা।
সভায় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমূখ।
এর আগে সোমবার বিকেল থেকেই সরকার পদত্যাগের খবরে শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।