ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ দেশের চলমান পরিস্থিতে সকলকে সব ধরনের সহিংসতা এড়িয়ে শান্ত থাকার আহবান জানিয়েছেন। ৫ আগস্ট বিকেল ৪ টায় আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার সংবাদে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির শীর্ষ এই নেতা শহরে একটি বিজয় মিছিল বের করেন। মিছিল পরবর্তী বিক্ষুব্ধ নেতাকর্মীরা দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ পুর্বক আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীর ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর চড়াও হওয়ার সংবাদে তিনি পুনরায় মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন সড়কে। এ সময় বিভিন্ন স্থানে মোটর সাইকেল থামিয়ে ক্ষুব্ধ নেতা-কর্মীদেরকে বুঝিয়ে সহিংস কর্মকা- থেকে নিবৃত করতে দেখা যায় তাকে। অনুরূপ ভাবে ৬ আগস্ট সকালে কালীগঞ্জ শহরে সহিংসতার বিরুদ্ধে শান্তির পক্ষে মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালান। পরবর্তীতে বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে সহ¯্রাধিক নেতাকর্মী নিযে একটি বিজয় মিছিল বের করে শহরের বিভিন সড়ক প্রদক্ষিন্ন শেষে পুনরায় হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ করেন। শহরের মধ্যে মিছিল থেকে বিএনপি নেতা হামিদ বাজারে দোকান বন্ধ রেখে সামনে দন্ডায়মান ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানান। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদেরকেও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে নানা রকম শ্লোগান দিয়ে উৎসাহ দিতে দেখা যায়। এরপর শহরের থমথমে ভাব অনেকটা দূর হতে থাকে। অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আর নবরুপ পাওয়া এ স্বাধীনতায় দেশের ছাত্র সমাজের অবদান আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। এখন এ স্বাধীনতাকে ধরে রাখার দায়িত্ব আমার আপনার সবার। সকলকে ক[ড়া ভাষায় বলে দিতে চাই, আপনারা সহিংসতা পরিহার করুন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কারো বাড়ি বা প্রতিষ্ঠানে কোন প্রকার হামলা করবেন না। সহিংসতা কারীদের পরিচয় তারা সন্ত্রাসী। তারা বিএনপির কেউ না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, যুবদল নেতা খোকনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের চলমান পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ।