“ছেলেকে বললাম বাইরের পরিবেশ ভালোনা মিছিলে যেওনা, সে বলল তুমি নিষেধ করো কেন বাবা তুমিইতো ছোট বেলা থেকে শিখিয়েছো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। তুমি আজ আমাকে বাধা দিওনা আমার ভাই বোনেরা মারা গেছে আমি বিজয় মিছিলে যাবো। আমি নামাজে ছিলাম ছেলেটা আমার মুখের দিকে এক নজর চেয়ে চলে গেল আর ফিরে আসলোনা। ছেলেটা শরীরে গুলি নিয়েই কবরে চলে গেল কিয়ামতের দিন গুলি নিয়েই উঠবে। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল।”
কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন পুলিশের গুলিতে নিহত পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের স্কুলছাত্র জুলকার নাইনের (১৭) বাবা হোমিওপ্যাথি চিকিৎসক আবদুল হাই আল হাদী। নিহত জুলকার নাইন সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশ বাড়িতে ভাড়া বাসায় তার বাবা মায়ের সাথে থাকতেন। সে সাভারের পলাশবাড়ি জে.এল মডেল স্কুল এ- গার্লস কলেজে নবম শ্রেণিতে পড়ালেখা করতো। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। ছেলের মৃত্যুর শোকে তার মা হালিমা খাতুন বার বার মূর্চ্ছা যাচ্ছেন এবং বেশির ভাগ সময় অচেতন হয়ে আছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবরে সোমবার (৫আগষ্ট) সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশ বাড়িতে মিছিলে যোগ দেন জুলকার নাইন। বিকেল পাঁচটার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইলফোনে জানায় আপনার ছেলের গলায় গুলি লাগছে দ্রুত এনাম হাসপাতালে আসেন। তিনি যেয়ে দেখেন হাসপাতালে তার ছেলের নিথর দেহ পড়ে আছে। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
মঙ্গলবার (৬আগষ্ট) সকাল ৯টায় সাঁথিয়ার স্বরপগ্রামে নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের বাবা বলেন, আমার ছেলের হত্যাকান্ডের বিচার চাই।