বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্রদের বিজয় হওয়ায় সৈয়দপুর রাজনেতিক জেলা বিএনপির পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়। ৬ আগস্ট মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রামানিক, জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোঃ এরশাদ হোসেন পাপ্পু, যুবদল নেতা এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জনিসহ অনেকে।
এ সময় তারা বলেন, কোটা সংস্কার ছাত্র আন্দোলনের চাপের মুখে পড়ে অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করে গোপনে দেশ ছেড়েছেন। তারা বলেন আমরা বিএনপির নেতা কর্মীরা দীর্ঘদিন থেকে বহু মামলার আসামি হয়ে ঘর ছাড়া ছিলাম। কেউবা গ্রেপ্তার হয়ে জেলে ছিলাম। এখনো তারিখে তারিখে হাজিরা দিতে হয় আদালতে। শেখ হাসিনার দুঃশাসনে শুধু বিএনপি নয় দেশের সকল মানুষ নিস্পেশিত হয়েছে। ফলে আওয়ামী লীগের প্রতি সকল মানুষের ঘৃণা জন্মেছিল। আজ মহান আল্লাহর অশেষ রহমতে ছাত্ররা দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করলো।
এ যুদ্ধে যে সকল ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়। সেই সাথে প্রতিহিংসা হয়ে কারো ঘর বাড়ী দখল, লুটপাট, অগ্নিসংযোগ এবং প্রানঘাতি ঘটনার সাথে না জড়ানোর অনুরোধ করা হয়।