সম্প্রতি ছাত্রদের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মিছিলে যুক্ত হলেন বেসরকারি বিশ^বিদ্যালয় শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহ্ (২৬)। সোমবার বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। আশরাফুল্লাহ্ উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। তিনি আশুলিয়ার মানারাত ইন্টারনেশনাল ইউনিভার্সিটির (ট্রিপল ই ডিপার্টমেন্টের) শিক্ষার্থী ছিলেন। বিকাল ৪টার দিকে বাইপাইল এলাকায় সড়কে তিনি বুকে গুলিবিদ্ধ হন। গুলিবৃদ্ধ হওয়ার ১মিনিট পরেই তিনি তার মোবাইল ফোন হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ স্ট্যাটাস দেন দেশ স্বাধীন হওয়ার পরে পুলিশ আত্মসমর্পনের ঘোষনা দিয়েও আশুলিয়া থানার পুলিশ গুলি করছে। পারিবারিক সূত্রে জানা গেছে তার শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম এবং এলাকায় দ্বিতীয় জানাযা শেষে বারপাখিয়া সামাজিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।