জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল (জাবির ইন্টারন্যাশনাল) আগুনে ভস্মীভূত হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৪ জন। মঙ্গলবার (৬ আগস্ট) যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এএম মামুন জানান, জাবির হোটেলে অগ্নিকা-ের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। আহত হয়েছে দেড়শ জনের মতো। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।’