মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কালীবাড়ি রোডস্থ বাসভবনে অগ্নিসংযোগের পর পুড়ে যাওয়া তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার দিবাগত রাতে মরদেহগুলো উদ্ধার করা হলেও আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায়নি। তিনজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ ফারুক হোসেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাঁপে সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে নগরীতে বিজয় উল্লাসের মিছিল বের করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র।