ছাত্র জনতার বিজয়ের পরে ঝালকাঠিতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করে আগুন, নেতা-কর্মীর বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, আগ্নি সংযোগ করেছে সাধারন জনতা। সোমবার দুপুরে আওয়ামী লীগের প্রবীন নেতা আমির হোসেন আমু এমপি রোনাল রোডস্থ বাস ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট শুরু করে। যে যেভাবে পারেন মালামাল নিয়ে যান। আগুন ধরিয়ে দেয়া হয় তার বাসভবনে। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিবষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের বাস ভবন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর কামাল শরীফের বাসা ও একাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগের সদস্য ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম মাসুমের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেশী ভোজ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের বাসায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও সরকার দলীয় অনেক নেতা-কর্মীর বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করে।
দুপুরের পরই জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা ও উপজেলা শহরে আসতে থাকে। উল্লাস করতে থাকে ছাত্রজনতা। উপস্থিত জনগনকে মিষ্টি খাওয়ানো হয়। সোমবার সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহর ছাড়তে শুরু করে। দুপুরের পরে আওয়ামী লীগের কাউকেই শহরে দেখা যায়নি। ৪টার পরে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যু বন্ধ রয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাদের বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর করেছে বিক্ষুব্ধরা। কিছু বাসায় অগ্নি সংযেগ করা হলেও তা নিয়ন্ত্রনে আনা হয়েছে।