ভোলার দৌলতখানে গত সতের বছর পর বিএনপির বিজয় মিছিল হয়েছে। সোমবার সন্ধ্যার পর শহরে মোমবাতি প্রজ্জ্বলিত একটি মশাল মিছিল বের হয়। শত শত শিক্ষার্থী বিএনপি ও সর্বস্তরের নেতা কর্মীরা মিছিলে অংশ নেয়। এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে স্বত:স্ফুর্ত ভাবে ছাত্র জনতা মিছিলে অংশ নেয়। শত শত লোকের অংশগ্রহণের জনতার এই মিছিলটি দৌলতখান সেলিম চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বিএনপি দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাবেক ছাত্রদল সভাপতি মুন্সি জহিরুল ইসলাম জহির। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আকবর স্বপন, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, বিএনপি নেতা নাজিম উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, পৌর বিএনপি নেতা কাজী কামাল ও ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।