মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনতার সাথে পুলিশের সংঘর্ষ। থানা ঘেরাও। আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও সর্টগানের গুলি ছোরছে। সোমবার বিকাল ৫ টার দিকে এই ঘটনার সুত্রপাত ঘটে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করছে মিছিলকারীরা। তিনজন মিছিলকারী গুলিবিদ্ধ'র মধ্যে শান্ত (৩০) ও শামিম (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আশিক (৩০) কে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল বারি।
থানা ঘেরাও করে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও থানার গেট ভাঙ্গার চেস্টা করছে। পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড থেমে থেমে নিক্ষেপ করছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন থানায় হামলা করে শত শত উশৃংখল মানুষ, বাধ্য হয়ে শর্ট গানের গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করি। আপনারা আমাদেরকে বাঁচান। প্রত্যক্ষ দর্শীরা জানায়, আমরা বিজয় মিছিল করছিলাম থানার সামনে মুল গেটের বাহিরে আমরা অনেক লোক দাঁড়িয়ে আনন্দ মিছিল করছি। তখনি পুলিশ গুলি করে। আমাদের তিন ভাই আহত হয়। আরো ২০/২৫ জনের মত ছিটা গুলি লাগে। এর মধ্যে একজনকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে মারা গেছে শুনলাম। জেলা প্রশাসক আবু জাফর রিপন ও উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। সেনাবাহিনীর সাথে কথা বলছি তাদের পাঠানোর ব্যবস্থা চলছে।