সারাদেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন সোমবার কুমিল্লার নাঙ্গলকোটে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় নাঙ্গলকোট রেল স্টেশন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, পৌর মেয়রের বাড়ি, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও নাঙ্গলকোট থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সকাল ৯টা থেকে হাজার হাজার আন্দোলনকারী নাঙ্গলকোট উপজেলা সদরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। দুপুর ১২ টার দিকে ছাত্রলীগ কর্মীদের ছোঁড়া পাথরের আঘাতে আন্দোলনকারী এক ছাত্র আহতের ঘটনার জের ধরে আন্দোলনকারীরা প্রথমে নাঙ্গলকোট রেল স্টেশনে ভাংচুর অগ্নিসংযোগ করে। পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নাঙ্গলকোট পৌর মেয়রের বাসভবনে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিস ও মেয়রের বাস ভবন, সাবেক উপজেলা চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুউদ্দিন কালুর বাসভবন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বিকেলে আন্দোলনকারীরা নাঙ্গলকোট থানায় ভাংচুর অগ্নিসংযোগ করে এবং থানায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার জনতা উপজেলা সদরে উপস্থিত হয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, ও শোকরানা নামাজ আদায় করেন।